ই-পেপার | রবিবার , ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পেকুয়ায় বন্যহাতির আক্রমণে যুবকের মৃত্যু

পেকুয়া প্রতিনিধি :

 

কক্সবাজারের পেকুয়ায় বন্যহাতির আক্রমনে আব্দুর রহমান (৪০) নামের এক বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার পরে ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে বনবিভাগ ও গ্রাম পুলিশ।

 

২৭ সেপ্টেম্বর (বুধবার) দুপুর দেড়টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের গহীন পাহাড়ের বাচা মিয়ার ছনখোলা এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত আবদুর রহমান একই ইউনিয়নের কেরুনছরির ৪ নং ওয়ার্ডের দিনমজুর শাহ আলমের পুত্র।

 

নিহতের পিতা জানান, সকালে ভাত খেয়ে শুকনো লাকড়ি কেটে আনতে যায় আবদুর রহমান। কোন এক সময় বন্যহাতির সামনে পড়ে গেলে হাতির আক্রমন থেকে সে আর বাঁচতে পারেনি। এদিকে টইটং বিট অফিসার জমির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

এ বিষয়ে টইটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী জানান, খবর পেয়ে গ্রাম পুলিশ ও বনবিভাগসহ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে নিহতের পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। হাতির আঘাতে তার শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪