ই-পেপার | শনিবার , ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কক্সবাজারে আ’লীগনেতা সাইফউদ্দিনের ঘাতক আশরাফুল আটক: হত্যার দায় স্বীকার

ইয়াছমিন মুন্নী, কক্সবাজার

কক্সবাজার পৌর আওয়ামী লীগনেতা সাইফ উদ্দিনের হত্যাকারী আশরাফুল ইসলাম আটক হয়েছে। হত্যাকান্ডের চব্বিশ ঘন্টার আগেই পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।

কক্সবাজার শহর থেকে উখিয়া হয়ে টেকনাফ পালানোর সময় হোয়াইক্যং পুলিশের হাতে আটক হলো ঘাতক আশরাফুল ইসলাম।

 

সোমবার দিবাগত রাত ১২ টা ৪০ মিনিটের সময় টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি তাকে আটক করে।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ রোকনুজ্জামান জানান, কক্সবাজার থেকে টেকনাফগামী পালকি পরিবহনের একটি বাস থেকে আশরাফুলকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২ টা ৪০ মিনিটে টেকনাফগামী পালকি পরিবহনে অভিযান চালিয়ে আশরাফুলকে আটক করা হয়।

 

তাৎক্ষনিক জিজ্ঞাসাবাদে আটক আশরাফুল ইসলাম আওয়ামীলীগনেতা সাইফ উদ্দিনকে হত্যার দায় স্বীকার করেছে।

আশরাফুল ইসলামের বাড়ি কক্সবাজার শহরের দক্ষিণ পাহাড়তলির ইসলামপুর এলাকায়। তার বাবার নাম হাসেম মাঝি।

 

পুলিশ জানায়, ঘাতক আশরাফুলকে সিসিটিভির ফুটেজ দেখে শনাক্ত করা হয়। ধারণা করা হচ্ছে, চাঞ্চল্যকর এই হত্যাকান্ডে আশরাফুল একা নয় তার সাথে আরো কেউ জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া হত্যাকান্ডের পর সাইফউদ্দিনের মোটরসাইকেল কে নিয়ে যায় এবং পরিকল্পনায় কে কে রয়েছে পুলিশের জিজ্ঞাসাবাদ ও তদন্তে বেরিয়ে আসবে।

 

এর আগে, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার শহরের হলিডে মোড় এলাকার আবাসিক হোটেল সানমুনের দোতলার ২০৮ নম্বর কক্ষ থেকে সাইফউদ্দিন নামে (৩০) এক আওয়ামী লীগ নেতার দুহাত বাঁধা অবস্থায় রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সাইফ উদ্দিন কক্সবাজার পৌর আওয়ামী লীগের দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি কক্সবাজার শহরের দক্ষিণ ঘোনাপাড়ার বাসিন্দা ও আনসার কমান্ডার আবুল বশরের পুত্র।

 

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪