ই-পেপার | মঙ্গলবার , ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

ছোট ভাইকে কুপিয়ে পা বিচ্ছিন্নকারী, হত্যা ও ডাকাতি মামলার আসামী মোস্তাক আটক

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজার সদরের পিএমখালী হতে হত্যা মামলার আসামী মোস্তাক আহমদ (৪৩) কে র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার করেছে। সে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দারিয়াদীঘি এলাকার মৃত মো: শফি এর পুত্র। মঙ্গলবার ২৫ জুলাই র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

 

তিনি আপন ছোট ভাইকে রাম দা দিয়ে কুপিয়ে পা বিচ্ছিন্নকারী, হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত একাধিক মামলা এজাহারভুক্ত পলাতক আসামী। গোপন সংবাদের ভিত্তিতে ২৪ জুলাই রাতে সদরের পিএমখালী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

উল্লেখ্য যে, গত ২৪ জুন রামু থানাধীন খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদীঘি এলাকায় পৈত্রিক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে দীর্ঘদিন বিরোধের জেরে ধৃত আসামী মোস্তাক আহমদ তার আপন ছোট ভাই আমানুল্লাহ আনোয়ারের বাম পায়ের হাঁটুর জয়েন্টে রাম দা দিয়ে সজোরে কোপ দেয় ফলে হাটুর অর্ধাংশ বিচ্ছিন্ন হয়ে যায়। ভিকটিম বর্তমানে পুঙ্গুত্ব জীবন-যাপন করছেন।

ধৃত আসামীর বিরুদ্ধে রামু থানায় হত্যা ও ডাকাতির প্রস্তুতিসহ ৪টির অধিক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীর পূর্বের মামলা মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

 

নুর মোহাম্মদ, সিএনএন বাংলা২৪