ই-পেপার | শনিবার , ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ উপ-কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ।

রোববার (৯ জুলাই) আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে এই কমিটির অনুমোদন দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ উপ-কমিটির চেয়ারম্যান করা হয়েছে প্রফেসর ড. আব্দুল খালেককে। তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। কো-চেয়ারম্যান হয়েছেন নুরুল ইসলাম নাহিদ। সদস্যসচিব করা হয়েছে বেগম শামসুন নাহার চাঁপাকে। তিনি আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক।

 

উপ-কমিটিতে ৬৮ জন সদস্য রাখা হয়েছে। তারা হলেন- মো. আফছারুল আমীন (মৃত), আব্দুস সোবহান গোলাপ, একেএম শাহজাহান কামাল, এম এ মতিন, মো. কুদ্দুস, অধ্যাপক (অব) মো. নুরুল্লাহ, অধ্যাপক ডা. জাকিয়া পারভীন, অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, অধ্যাপক ড. পি এম সফিকুল ইসলাম, অধ্যাপক ড. এজেএম শফিউল আলম ভূইয়া, অধ্যাপক ড. আবুল কাশেম প্রমুখ।

 

এচি এম কাদের, সিএনএন বাংলা২৪