ই-পেপার | রবিবার , ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভোর বেলায় আগুন লাগার কারণ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্কঃ

তদন্ত শেষ হওয়ার আগে মার্কেটে শেষ রাতে ঘনঘন আগুন লাগার কারণ নিয়ে কোনো মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেছেন, ‘প্রত্যেকটা আগুনের পেছনে কারণ থাকে। ইলেকট্রিক শর্ট সার্কিট কিংবা এটা সেটা। নাশকতাও থাকে। আমরা এখনো সুনিশ্চিত নই। আমরা ইনকোয়ারি করছি।

আজ রোববার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের কলোনি বাজারে সুবিধাবঞ্চিতদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

ঘনঘন আগুন লাগার পেছনে নাশকতা আছে কি না, এমন প্রশ্নের উত্তরে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘সবার কাছে একটা প্রশ্ন জাগছে, এত ঘনঘন এবং শেষ রাতেই কেন দুর্ঘটনাগুলো ঘটে। এটা সবাই প্রশ্ন করছে। আমরা ইনকোয়ারির আগে, সঠিক তদন্তের আগে বলতে পারব না।’

আগুন লাগার ঘটনায় রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না-জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সুনিশ্চিত না হয়ে আমি কিছুই বলতে পারছি না। অনেকেই অনেক কথা বলতে পারে, তবে আমরা তদন্তের পর সঠিক কারণ বলতে পারব।’

গতকাল শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর একে একে ২৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস সদস্যদের সাহায্য করেন র‌্যাব, সেনাবাহিনী, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সবার সম্মিলিত প্রচেষ্টায় শনিবার সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

মার্কেটের আগুন আজ রোববার সকাল ৯টায় সম্পূর্ণ নির্বাপিত হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের ইনচার্জ ওয়্যার হাউজ ইনস্পেক্টর মো. আল মাসুদ। তিনি বলেন, ‌‘গতকাল (শনিবার) সকালেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছিল। তারপর থেকেই পুড়ে যাওয়া দোকানগুলো থেকে ধোঁয়া উঠছিল। আজ সকাল ৯টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়েছে।’

এর আগে গত ৪ এপ্রিল সকাল ৬টা ১০ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। ৫০টি ইউনিটের চেষ্টায় দুপুর ১২টা ৩৬ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে দাবি করেন ফায়ার সার্ভিস অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। এই ঘোষণা দেওয়ার ২৪ ঘণ্টা পরও বঙ্গবাজারে আগুন জ্বলছে বলে জানা গেছে।