ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাইক্ষ্যংছড়িতে বাংলা নববর্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও পাহাড়িদের বৈসাবী শুরু

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি,

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পহেলা বৈশাখের দিন নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন নানা কর্মসুচি মাধ্যমে দিবসটি পালন করেছে। কর্মসূচিতে রয়েছে মঙ্গল শোভাযাত্রা,চিত্রাংকন প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

পৃথক অনুষ্টানের মাধ্যমে নাইক্ষ্যংছড়ি উপজেলা শতাধিক উপজাতিয় পাড়ায়- পাড়ায় বৈসাবীর আয়োজন করে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এ কর্মসুচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন,রাজনৈতিক নেতৃবৃন্দরা অংশ গ্রহন করে।

রোববার (১৪ এপ্রিল) সকাল ৯ টায় নানা রং বেরঙ্গের ব্যানার ও ফেস্টুন নিয়ে এক বিশাল মঙ্গল শোভাযাত্রা শুরু করে উপজেলায় বসবাসরত বাঙ্গালী ছাড়াও ১০ উপজাতীয় নৃ-গোষ্ঠীর প্রতিনিধি অংশ নেয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

অপর দিকে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বৈসাবি পালন উপলক্ষে বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে ধুংরি হেডম্যান পাড়া থেকে এক র‌্যালি বের হয়। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এ র‍্যালীটি উপজেলা প্রশাসনের র‍্যালী একসাথে মিলিত হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া।

অন্যান্যদের মাঝে র‌্যালিতে যোগদেন বান্দরবান জেলা পরিষদ সদস্য ক্যানোওয়ান চাক,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলা ওয়াই মার্মা,থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল মান্নান, উপজেলা কৃষি অফিসার ইনামুল হক,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ,দোছড়ি ইউপি চেয়ারম্যান মো: ইমরান, সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন,সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী,প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রীবৃন্দ।

র‌্যালি শেষে অনুষ্ঠিত হয় শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা আর উপজেলা পরিষদ চত্বরের মুক্ত মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীরা গান,নৃত্য পরিবেশন করে শুভ নববর্ষকে বরণ করে নেয় ।