ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পাবনার বেড়ায় মাসব্যাপী কোরআন তেলওয়াত, হাম, নাত ও গজল প্রতিযোগিতার ২য় রাউন্ড অনুষ্ঠিত

মাসুদ রানা,পাবনা প্রতিনিধি:

পাবনার বেড়া পৌরসভার উদ্যোগে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে বয়স ভিত্তিক হিফজ, কোরআন তেলাওয়াত, হাম, নাত ও গজল প্রতিযোগিতার সিজন (০৩) তিন এর ২য় রাউন্ড ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৪ মার্চ) বিকেলে বেড়া পৌরসভা হল রুমে মাসব্যাপী এই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি।

 

বেড়া পৌর মেয়র ও বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এস.এম আসিফ শামস্ রঞ্জনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল হক মেজবাহ, বেড়া নাগরিক কমিটির সভাপতি আল-মাহমুদ সরকার সহ আরো অনেকে ।

 

প্রতিযোগিতায় বেড়ার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ১০৬ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ২য় রাউন্ডে ১৮ জন‌ প্রতিযোগী প্রতিযোগিতা করেন।