ই-পেপার | বুধবার , ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গণঅধিকার পরিষদের কক্সবাজার জেলা কমিটি ঘোষণা

রেজা চৌধুরী, কক্সবাজার :

গণঅধিকার পরিষদের কক্সবাজার জেলার আহ্বায়ক কমিটি আগামী ১বছরের জন্য ঘোষণা করেছেন দলের কেন্দ্রীয় সভাপতি, ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খান।

 

গত ১৭ মার্চ কেন্দ্রীয় অফিসে নির্বাহী আদেশে উক্ত কমিটি ঘোষণা করা হয়।

 

ঘোষিত কমিটির আহ্বায়কের দায়িত্বপ চকরিয়া উপজেলার বাসিন্দা, বিশিষ্ট ব্যাংকার ও সংবাদকর্মী মো: হেলাল উদ্দিন ও সদস্য সচিব রামু উপজেলার বাসিন্দা ও কক্সবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: মোরশেদ আলী।

 

জেলার প্রত্যন্ত অঞ্চলের বিশিষ্ট রাজনীতিবিদদের নিয়ে ৫১ সদস্য বিশিষ্ট উক্ত কমিটি ঘোষণা করা হয়।