ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রামুতে বন কর্মকর্তার বিদায় ও বরণসভা

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :

 

কক্সবাজারের রামুতে বন কর্মকর্তার বিদায় ও বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়ন’র বেলতলি বন সংরক্ষণ গ্রাম কমিটির সভাপতি সভাপতি এস এম হুমায়ুন কবির’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাঁকখালি রেঞ্জ কর্মকর্তা সরওয়ার জাহান।

 

কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন বাঁকখালি রেঞ্জের নিয়ন্ত্রণাধীন ঘিলাতলি বিট কর্মকর্তা আনোয়ার হোসেন খাঁন’র বিদায় ও নবাগত বিট কর্মকর্তা আবদুস সাত্তার’র বরণে এ অনুষ্ঠানের আয়োজন করেন বেলতলি বন সংরক্ষণ গ্রাম কমিটি। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

 

ওই অনুষ্ঠানে বক্তব্য দেন বিদায়ী ও নবাগত কর্মকর্তা আনোয়ার হোসেন খাঁন, আবদুস সাত্তার ও ঘিলাতলি বন সংরক্ষণ গ্রাম কমিটির সভাপতি নুরুল আলম।

 

অনুষ্ঠানে বাঁকখালি সদর বিট কর্মকর্তা, ঘিলাতলি বিটের সহকারী বিট কর্মকর্তা, ফরেষ্ট গার্ডসহ উপকারভোগীরা সভায় উপস্থিত ছিলেন। শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।