ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাইক্ষ্যংছড়ির তিন ইটভাটাকে চার লক্ষ টাকা জরিমানা

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি :

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে তিনটি ইটভাটাকে ৪ লক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে সোনাইছড়ি ও ঘুমধম ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাকারিয়া।

তিনি স্থানীয় সাংবাদিকদের জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ও ঘুমধুম ইউনিয়নে ৩টি ইটভাটায় অভিযান চালায়।

এসময় অনুমতি ছাড়া ইটভাটা পরিচালনা ও বনের কাঠ ব্যবহার করার দায়ে তিন ইটভাটার মালিককে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়।চলমান এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।