ই-পেপার | সোমবার , ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

ইরাকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান

আন্তজার্তিক ডেস্ক :

ইরাকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ড (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে এক বিবৃতিতে বলা হয়েছে, ইরাকের উত্তরাঞ্চলে ইরবিল শহরে শত্রুদের স্থাপনায় এসব হামলা চালানো হয়েছে। খবর আল জাজিরার।

বিবৃতিতে বলা হয়েছে, আজ (মঙ্গলবার) গভীর রাতে এ অঞ্চলে গুপ্তচরবৃত্তি কেন্দ্র এবং ইরান-বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সমাবেশ ধ্বংস করতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে।

আল জাজিরা বলছে, ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের রাজধানী ইরবিলে অন্তত আটটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তিনটি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, হামলার কারণে ইরবিল বিমানবন্দরের বিমান চলাচল বন্ধ রাখা হয়।

পরবর্তী সময়ে আইআরজিসির এক বিবৃতিতে দাবি করা হয়েছে, ইরবিলে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদরদপ্তরে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

এই হামলার নিন্দা জানিয়েছেন ইরবিলের গভর্নর ওমেদ খোসনাও। তিনি বলেছেন, এটি একটি সন্ত্রাসী হামলা, একটি অমানবিক কাজ যা ইরবিলের বিরুদ্ধে করা হয়েছে। ইরবিল এতে ভয় পাবে না।

কুর্দি অঞ্চলের নিরাপত্তা পরিষদ জানিয়েছে, হামলায় চারজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।