ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজারে হত্যা চেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত দুইজন আসামী গ্রেফতার

ইয়াছমিন মুন্নী :

কক্সবাজার জেলার সদর থানার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ রুবেল ও পারভিন আক্তারকে কক্সবাজার পৌরসভার ডলফিন মোড় থেকে গ্রেফতার করা হয়।

গত ০৩ ডিসেম্বর রাত ৫.০০ টায় র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে বিধি মোতাবেক সাং দক্ষিণ কুতুবদিয়া পাড়া ১ নং ওয়ার্ড কক্সসবাজার পৌরসভার মৃত মোঃ কালুর পুত্র মোঃ রুবেল এবং কালু ড্রাইভারের পুত্র পারভিন আক্তারকে আটক করতে সক্ষম হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী দ্বয় গ্রেফতার এড়াতে শহরের বিভিন্ন স্থানে আত্মগোপন করে থাকতেন বলে জানায়।

গ্রেফতারকৃত আসামীদ্বয় সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।