আন্তজার্তিক ডেস্ক :
ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠেছে পাকিস্তান। দেশটির আফগান সীমান্তবর্তী এলাকায় এই কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এর তথ্য অনুযায়ী রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২।
বুধবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার ভোর ৫টা ৩৫ মিনিটে পাকিস্তানের আফগান সীমান্তবর্তী এলাকায় ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৮ কিলোমিটার গভীরে। তবে ভূমিকম্পের কারণে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।