ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে মালবাহী কাভার্ড ভ্যানে আগুন,ব্যবসায়ীর মাথায় হাত!

আবুল ফয়েজ চৌধুরী, চট্টগ্রাম :

গত ৮ নভেম্বর (বুধবার) সকাল পৌনে এগারোটার দিকে অবরোধে কিছু দুষ্কৃতকারী বন্দরনগরী চট্টগ্রামে ফাইভ স্টার ট্রান্সপোর্ট কোম্পানির একটি মালবাহী কাভার্ড ভ্যানে আগুন দিয়ে পালিয়ে যায়।

 

কাভার্ড ভ্যানটি চট্টগ্রাম হতে খাগড়াছড়ি যাওয়ার পথে মাটিয়াভাঙ্গা অতিক্রম করে আলুটিলা এলাকায় পৌঁছালে একদল দুষ্কৃতকারী মালবাহী গাড়িটিতে অগ্নিসংযোগ করে। এতে গাড়িটির সামনের অংশ পুড়ে যায় ও মালামালের ব্যাপক ক্ষতিসাধন হয়। গাড়িটিতে চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজারের প্রফেসর মার্কেটের মেসার্স হামিদ এন্টারপ্রাইজের মালামাল ছিলো বলে জানা গেছে। পরবর্তীতে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

মাটিয়াভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়ার বরাতে জানা গেছে, মালবাহী ওই কাভার্ডভ্যানে আগুন দেয়ার পর দুষ্কৃতকারীরা গা ডাকা দিয়েছে। তাদের শনাক্ত করার সর্বোচ্চ চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শীগ্রই তাদের আটক করে আইনী প্রক্রিয়া শুরু করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন ওসি।