ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নরসিংদীতে গুলিবিদ্ধ আ’লীগ নেতার মৃত্যু, বিক্ষোভ

সিএনএনবাংলা২৪,নরসিংদী

চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুনুর রশিদ খান।

আজ (বুধবার) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান তিনি।

এর আগে ২৫শে ফেব্র“য়ারি নিজ বাসভবনে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন হারুনুর রশিদ। এরপর রাজধানী ঢাকা ও দেশের বাইরে চিকিৎসা নিয়েছেন তিনি। সব শেষ গত ১৯শে মে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হলে বিকেলে মৃত্যু হয় তার।

তার মৃত্যুর খবরে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকরা শিবপুর উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে।

হারুনুর রশিদ খান দীর্ঘ ২৫ বছর শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব পালন করেন। এছাড়া শিবপুর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ছিলেন তিনি।

 

এইচ এম কাদের,সিএনএনবাংলা২৪

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট