ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা তদন্তে বিএনপির কমিটি

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের মিছিলে ‌‘যুবলীগ-ছাত্রলীগে’র হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। এছাড়া হামলার ঘটনা তদন্তে ৫ সদস্যের একটি গঠন করেছে দলটি।

 

মঙ্গলবার ( ১৭ অক্টোবর ) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, গত ১৬ অক্টোবর দলের জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভা মনে করে, সরকার তাদের হীন রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে এবং হামলার দায়ভার বিএনপিসহ বিরোধী দলগুলোর ওপর চাপিয়ে দেওয়ার জন্য ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন করছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে। ঘটনাটি তদন্ত করে ৭ দিনের মধ্যে প্রতিবেদন প্রদানের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

আমির, সিএনএনবাংলা২৪