ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাইক্ষ্যংছড়িতে ৩০ বার্মিজ গরু ও হুন্ডির সাড়ে ৫ লাখ টাকা জব্দ

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষংছড়ি :

 

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ২৪ ঘন্টায় ৩০ বার্মিজ গরু আর হুন্ডির সাড়ে ৫ লাখ টাকা জব্দ ১১ বিজিবি। বুধবার (৪ অক্টোবর) সকাল ১০ টার আগে ২৪ ঘন্টায় এ গরু জব্দ করে তারা।

 

বিজিবি ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ১১ বিজিবি অধিনায়কের নির্দেশে ভাল্লুকখাইয়া বিওপির টহল কমান্ডার (জেসিও ৮২৬০) নায়েক সুবেদার মোঃ গিয়াসউদ্দিন এর নেতৃত্ব টহল দলটি সীমান্ত পিলার-৪৯ হতে আনুমানিক ০৩ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে রাবাররবাগান নামক স্থান হতে মালিক এ গরু জব্দ করে। এ সময় গরুর মালিকরা জঙ্গলাকীর্ণ পথ বেয়ে পালিয়ে যায়।

সূত্র জানান,জব্দকৃত গরুর মূল্য ২৪ লাখ ৬০ হাজার টাকা। পৃথক ঘটনায় ১১ বিজিবির হাবিলদার ইয়াকুব আলীর নেতৃত্বে দলটি অভিযানে নামে। তারা বার্মিজ পণ্য ক্রয় করতে গিয়ে ভাল্লুকখাইয়া এ বিজিবি সদস্যদের হাতে সাড়ে ৫ লাখ টাকাসহ এক যুবককে আটক করতে সক্ষম হয়।

 

আটক যুবকের নাম- কামাল হোসেন ( ২৫)। সে রামুর কচ্ছপিয়া ইউনিয়নের বড়জাংছড়ি গ্রামের হাবিবুর রহমানের ছেলে। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা হয়েছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪