ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

খেলার মাঠে নায়ক-নায়িকাদের মারামারি, আহত ৬

নাজমুন নাহার সাথী, ঢাকা :

 

ঢাকার মিরপুর ইনডোর স্টেডিয়ামে চলছে তিন দিনব্যাপি সেলিব্রিটি ক্রিকেট লিগ। নাটক ও সিনেমার শিল্পী ও কলাকুশলীরা এ খেলায় অংশ নিচ্ছেন। তবে টুর্নামেন্টের দ্বিতীয় দিনে ঘটে গেলো অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। এ আয়োজনের দ্বিতীয় দিন শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে চিত্রনায়ক জয় চৌধুরী, চিত্রনায়িকা রাজ রীপাসহ ৬ খেলোয়াড় আহত হয়েছেন।

 

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে খেলতে নেমেছিল মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের দল। খেলা চলাকালীন “স্লেজিং” করা নিয়ে দুদলের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

 

জানা গেছে, খেলা চলাকালে দীপঙ্কর দীপনের দলের খেলোয়াড়দের “স্লেজিং” করতে থাকে রাজের টিম। এ নিয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি-ধাক্কাধাক্কি শুরু হয়। দু-দলের মধ্যে চেয়ার ছুঁড়াছুড়ির ঘটনাও ঘটে।

 

এ বিষয়ে দীপনের দলের খেলোয়াড় অভিনেতা মনির হোসেন শিমুল সাংবাদিকদের বলেন, তারা বাইরে থেকে সন্ত্রাসী এনে আমাদের ওপর আক্রমণ শুরু করে। এটা কোন ধরণের সিসিএল খেলা?

 

একই দলের আরেক খেলোয়াড় চিত্রনায়ক জয় চৌধুরী বলেন, রাজ ভাইয়ের টিম থেকে আমাদের দলের ওপর আক্রমণ শুরু করে। তারা বাইরে থেকে লোকজন নিয়ে এসেছে। আমাদের খেলোয়াড়দের মধ্যে একজনকে তুলে নিয়ে মারধর করতে শুরু করে। এরমধ্যে মৌসুমী হামিদ আহত হন।”

 

 

প্রসঙ্গত, আসন্ন বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ জাতীয় দলকে উৎসাহ দিতে সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল) আয়োজন করা হয়েছে। এতে মোট ৮টি দল অংশ নিচ্ছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) ফাইনালের মধ্যদিয়ে এ আসর সমাপ্ত হবে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪