পেকুয়া উপজেলা প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের ২০২৩ সালের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় ও ২০২২ সালের একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীণ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৪ আগষ্ট সকালে কলেজের হলরুমে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও ইংরেজি বিষয়ের প্রভাষক মোহাম্মদ আলমের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্যদের সভাপতি ও পেকুয়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পর্যদের সাবেক সভাপতি ও পেকুয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ছফওয়ানুল করিম, পরিচালনা পর্ষদের সদস্য ও পেকুয়া উপজেলা আ.লীগের সভাপতি সাইফুদ্দিন খালেদ, অত্র কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আজমখান চৌং, শিক্ষানুরাগী মাস্টার এনামুল হক, মাস্টার বজলুল হক।
এছাড়াও কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মুস্তাফাজ্জামান খারেজ,অর্থনীতির অধ্যাপক মংখেরি রাখাইন, ইসলাম ইতিহাসের অধ্যাপক আবুল হাসেম, ব্যবস্থাপনা ও বিপননের অধ্যাপক জসিম উদ্দিন, প্রভাষক অজিত কুমার দেব নাথ, যুক্তিবিদ্যা বিষয়ের প্রভাষক ড.জাকের হোসেন হাওলাদার, পৌরনীতির প্রভাষক আজিজুর রহমান, হিসাববিজ্ঞানের প্রভাষক নুরুল হুদা, প্রভাষক সন্তোষ কুমারসহ অধ্যাপক ও প্রভাষকবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন বিদায় ও বরণ অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক ড.জাকের হোসেন হাওলাদার, বাংলা বিষয়ের অধ্যাপক মোস্তফা জামান খারেজ।
এসময় প্রধান অতিথি কলেজ পরিচালনা পর্যদের সভাপতি আবুল কাসেম বলেন, এ বিদায় বিদায় নই এটি আপনাদের উচ্চ শিক্ষা উর্জনের বিদায়। আজকে আমার সামনে যারা বসে আছেন তাদের মধ্যে থেকে অনেকই ঢাকাসহ নানা বিশ্ববিদ্যালয়ে ভর্তির চান্স পাবেন। তারাই একদিন ইউএনও, ডিসি, ডাক্তার, ম্যাজিষ্ট্রট, ইঞ্জিনিয়ারসহ বড় বড় চাকুরী করবেন তখনই সফল হবে আজকের বিদায় অনুষ্ঠান। ভালো শিক্ষা অর্জন করে ভালো মানুষ হয়ে সমাজ ও দেশের কল্যাণে এগিয়ে আসুন।