ই-পেপার | সোমবার , ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাঁশখালীতে লাখ টাকার মাদকসহ যুবক গ্রেপ্তার

শিব্বির আহমদ রানা, বাঁশখালী:

গোপন সংবাদে খবর পেয়ে বাঁশখালী থানার পুলিশের বিশেষ অভিযানে এক লক্ষ টাকা মুল্যমানের দেশীয় তৈরি ১০০ লিটার চোলাইমদ উদ্ধারসহ মো. ছায়েম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার সময় উপজেলার সাধনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লটমনি পাহাড়ে আসামী মো. ছায়েম এর বসতঘরে এ অভিযান পরিচালিত হয়। রামদাশহাঁট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মো. শহিদুল ইসলামের নেতৃত্বে একদল সঙ্গীয় পুলিশ ফোর্স এ অভিযান পরিচালনা করে।

 

মাদকসহ গ্রেপ্তার মো. ছায়েম সাধনপুর ইউনিয়নের একই এলাকার মৃত মো. ইসলামের পুত্র। ছায়েম দীর্ঘদিন ধরে বান্দরবান থেকে কমদামে মাদকদ্রব্য ক্রয় করে বাঁশখালীর বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রি করতো।

 

পুলিশ সূত্রে জানা যায়, বিকেল ৩টায় বান্দরবান থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যের একটি চালান নিয়ে আসেন। গোপন সংবাদে খবর পেয়ে অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাবার সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ সময় দেশীয় তৈরি ১ লক্ষ টাকা মূল্যমানের ১০০ লিটার চোলাইমদ উদ্ধার করে।

 

বাঁশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন পিপিএম জানান, গোপন সংবাদে খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ লটমনি পাহাড়ে ছায়েম নামে এক মাদকব্যবসায়ীর বসতঘর থেকে একশত লিটার চোলাইমদ উদ্ধারসহ আসামীকে গ্রেপ্তার করা হয়। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক আদালতে প্রেরণ করা হবে। মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪