ই-পেপার | রবিবার , ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দুর্যোগ পূর্বাভাসের ব্যাখ্যা ও অনুধাবন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

সিএনএন বাংলা ডেস্ক:

কক্সবাজারে “স্ট্রেনদেনিং ডিজাস্টার রিস্ক ম্যানেজম্যান্ট এন্ড কমিউনিটি রিজাইলেন্স ইন কক্সবাজার ” শীর্ষক প্রকল্পের দুর্যোগ পূর্বাভাসের ব্যাখ্যা ও অনুধাবন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

 

 

এতে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মিজানুর রহমান। এসময় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক নিতাই চন্দ্র দে সরকারসহ বিভিন্ন সরকারি দপ্তর এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

(১৮ জুলাই) শহরের একটি হোটেলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দুইটি বেসরকারি সংস্থার সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করে। আগাম সতর্কবার্তার কারণে সাম্প্রতিক ঘূর্ণিঝড় মোখায় ক্ষয়ক্ষতি কম হয়েছে উল্লেখ করে সরকারের সাফল্য তুলে ধরেন তিনি। প্রশিক্ষণে পূর্বাভাসের অনিশ্চয়তা, সাইক্লোন সিগনাল সিস্টেম, এবং পূর্বাভাসের ব্যাখ্যা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন আবহাওয়াবিদ মোঃ আব্দুর রহমান।

 

নুর মোহাম্মদ, সিএনএন বাংলা২৪