ক্রিড়া প্রতিবেদক:
চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতির ব্যবস্থাপনায় সিজেকেএস দাবা কমিটির সহযোগিতায় গত ৭ জুলাই ৪১তম সিসিপিএ রেপিড রেটিং দাবা টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে।
টুর্নামেন্টের ৬ খেলায় সাড়ে ৫ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন ফিদে মাস্টার আব্দুল মালেক ।
সমান খেলায় ৫ পয়েন্ট করে করিম এম শাহিন ও মো: মুজিবুর রহমানের মধ্যে টাইব্রেকিং পদ্ধতিতে ১ম রানার্সআপ করিম এম শাহিন , ৩য় স্থান মো: মুজিবুর রহমান। সাড়ে ৪ পয়েন্ট পেয়ে উমনিয়া বিনতে ইউসুফ লুবাবা ৪র্থ , মনোতোষ কান্তি নন্দী ৫ম স্থান অর্জন করেন। ৪ পয়েন্ট পেয়ে ফাইয়াজ মাহমুদ নিরব ৬ষ্ঠ, মো: ইয়াকুব আলী ৭ম, রাফি ইসলাম ৮ম স্থান অর্জন করেন। মহিলা বিভাগে কাজী কামরুন নেছা, অনূর্ধ্ব-১৬ বিভাগে ফারহান চৌধুরী, ৫০+ বিভাগে জাহাঙ্গীর আলম সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন। ফিদে কর্তৃক অনুমোদিত আন্তর্জাতিক রেপিড রেটিং দাবা টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান সমিতির সভাপতি রাকিব উল ইসলাম সাচ্চুর সভাপতিত্বে ও সাঃ সম্পাদক প্রকৌশলী এসএম তারেকের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহসভাপতি শহীদুর রহমান ও সৈয়দ আব্দুল আহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির হাসান, কামরুল ইসলাম, প্রচার সম্পাদক মো: নুরুল আমিন, দপ্তর সম্পাদক আসিফ মাহমুদ, রুহুল আমিন, রহমান মুজিবুর, শামসুল হক প্রমুখ।
টুর্নামেন্টে চিফ আরবিটার হিসেবে দায়িত্ব পালন করেন রাকিব-উল-ইসলাম, সহ- আরবিটার হিসেবে ছিলেন নুরুল আমিন এবং আরবিটার হিসেবে দায়িত্ব পালন করেন আসিফ মাহমুদ।