নিজস্ব প্রতিবেদক :
টেকনাফ উপজেলা খেলাফত মজলিসের শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আজিজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত শুরা অধিবেশনে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা খেলাফত মজলিস সাধারণ সম্পাদক মাওঃ হাফেজ মুহাম্মদ ইউনুছ ফরাজী।
অধিবেশনের শুরুতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় বিগত বছরের রিপোর্টসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। ২ জুলাই এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সাধারণ সম্পাদক আবদুর রহীম মঞ্জু সঞ্চালনায় অনুষ্ঠিত অধিবেশনে প্রধান অতিথি বলেন, প্রতিটি মানুষের ব্যক্তিজীবনকে ইসলামের আলোকে সুন্দর করতে খেলাফত মজলিস কাজ করে যাচ্ছে। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা সহ- সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল মোস্তফা।
প্রধান অতিথি বিগত কমিটি বিলোপ্ত ঘোষণা করে আগামী ২০২৩- ২৪ শেষনের সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহন করেন। শুরার সদস্যদের গোপন ব্যলটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন সভাপতি মাওলানা আজিজুল হক, সাধারণ সম্পাদক আবদুর রহীম মঞ্জু ।
পরে টেকনাফ উপজেলা খেলাফত মজলিসের ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত করা হয়। উপজেলা অন্যান্য দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দরা হলেন সহ-সভাপতি মাওঃ মুহাম্মদ হোছাইন ,সহ-সভাপতি মাওঃ হাফেজ আবদুশুকুর, সহ-সভাপতি মাওঃ আবুল বশর, সহ-সভাপতি মাওঃ মুহিব্বুল্লাহ, সহ-সাঃ সম্পাদক মাওঃ আনোয়ার হোছাইন, সাংগঠনিক সম্পাদক মাওঃ মু, করিম, প্রশিক্ষণ সম্পাদক মাওঃ হাঃ মোহাম্মদ হোছাইন, বায়তুল মাল মাওঃ হাঃ আনোয়ার হোছাইন, যুব সম্পাদক মাওঃ জালাল উদ্দীন, প্রচার সম্পাদক মাওঃ নূর মোহাম্মদ, অফিস সম্পাদক মাওঃ মুহাম্মদ ইউনুছ, ওলামা সম্পাদক মাওঃ ছৈয়দুল আলম, শ্রম বিষয়ক সম্পাদক মাওঃ মুহাম্মদ মোরাদ, পাঠাগার সম্পাদক মাওঃ আরিফ, মহিলা সম্পাদীকা খদিজ্জা খানম। সদস্যরা হলেন, মাওঃ আবদুল্লাহ বাহারী, মাঃও আবদুল মাবুদ, মাওলানা মুহাম্মদ নুর,।
নুর মোহাম্মদ, সিএনএনবাংলা২৪