ই-পেপার | শুক্রবার , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

“পটিয়া,বোয়ালখালী-কুতুবদিয়ায়” চট্টগ্রামের ৩উপজেলায় পুকুরে ডুবে দুই শিশু ও গৃহবধুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের ৩উপজেলায় পৃথক পৃথক তিন ঘটনায় পুকুরে ডুবে দুই শিশু সহ এক গৃহবধু নিহত হবার খবর পাওয়া গেছে। নিহতের তিন এলাকা হচ্ছে পটিয়া, বোয়ালখালী ও কুতুবদিয়া উপজেলা।

পটিয়া প্রতিনিধির বরাতে প্রাপ্ত তথ্যেসূত্রে পটিয়াস্থ পৌরসভার সুচক্রদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে রুমা দে (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রুমা দে পটিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুচক্রদন্ডী গ্রামের শরৎ দে’র স্ত্রী। ২৬ জুন সোমবার সকাল ৭টার দিকে পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, ঐগৃহবধূ মৃগী রোগে আক্রান্ত ছিলেন। সকাল ৭টায় পুকুরে গোসল করতে যাওয়ার পর ফিরে না আসায় পরিবারের লোকজন অনেক সময় ধরে খোঁজাখুঁজি করেন। অবশেষে সন্ধান না পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে তারাও খুঁজে না পেয়ে ডুবুরি দলকে খবর দেয়া হয়।

চট্টগ্রাম শহর থেকে ডুবুরি দল গিয়ে সকাল সোয়া ৯টায় যৌথভাবে পুকুরে তল্লাশি চালিয়ে লাশ উদ্ধার করেন। পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মোঃ সাইফুল জানান, সকালে পুকুরে নেমে তিনি ডুবে যান। ডুবুরি দল সকাল সোয়া ৯টার সময় লাশ উদ্ধার করেছে।

কক্সবাজার জেলা সংবাদের জানান,দ্বীপ অঞ্চল কুতুবদিয়া দক্ষিণ ধূরুং ইউনিয়নের করিম সিকদার পাড়ায় পুকুরে ডুবে আব্দুল্লাহ আল আমিন নামে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৬ জুন) দুপুরে উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিহত আল-আমিন ঐ এলাকার রাশেদ কবিরের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার দুপুর দেড়টার দিকে শিশু আল আমিন পিতা-মাতার কাজের ফাঁকে বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। পরে ঐ পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলাম শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এদিকে বোয়ালখালী সংবাদদাতা সূত্রে জানায়, পুকুরে ডুবে মোঃতাইসীরুল (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু তাইসীরুল বোয়ালখালী পৌরসভার ৯ নং ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী বহাদ্দারপাড়ার মোঃ তারেকের ছেলে। সোমবার (২৬ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে বোয়ালখালী উপজেলার বেঙ্গুরায় জব্বার সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।

শিশুটির স্বজন জেসমিন আক্তার জানান, তাইসীর নানার বাড়িতে বেড়াতে এসে ছিলো। সকাল ১০টার দিকে সকলের অগোচরে পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার সুদীপ চৌধুরী বলেন, সকাল ১১টার দিকে তাইসীর নামের এক শিশুকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

উল্লেখ্য যে, গত ২/৩ দিন পূর্বেও কক্সবাজার উপজেলার কুতুবদিয়ায় অপর একটি দূর্ঘটনায় এক শিশু পুকুরে ডুবে মারা যাবার খবর সদর থানা সূত্রে জানান।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪: