সালেহ আহমদ (স’লিপক):
সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেছেন, হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ সহ নানা কর্মসূচি সরকার বাস্তবায়ন করছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে হিজড়া জনগোষ্ঠীকে সাথে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, হিজড়াদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ, কর্মক্ষেত্র সৃজন, পরিচয়পত্রের ব্যবস্থা, দক্ষিণ সুরমার ভোটার হিজড়াদের আশ্রয়ন প্রকল্পে আবাসনের ব্যবস্থা করার জন্য পদক্ষেপ নেওয়া হবে। তবে নকল হিজড়া ও বেআইনি চাঁদাবাজির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে এবং এদের আইনের আওতায় আনা হবে।
রবিবার (৫ মে) বিকেলে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নারী উদ্যোগ কল্যাণ সমিতি আয়োজিত জাতীয় উন্নয়নে হিজড়া জনগোষ্ঠীর সম্পৃক্ততা করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোবারক হোসেন, জেলা সমাজসেবা কার্যালয় সিলেট এর উপ-পরিচালক মো. আব্দুর রফিক, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সভাপতি রজত কান্তি গুপ্ত, সিনিয়র সাংবাদিক ও সমাজসেবী হাজী এম. আহমদ আলী।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নারী উদ্যোগ কল্যাণ সমিতির সভাপতি সাহিদা শিকদার। মতবিনিময় সভায় হিজড়া নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকারিয়া বলেন তিনি অগ্নিকান্ডের ঘটনাটি জেলা প্রশাসক মহোদয়কে অবগত করেছেন। তাছাড়া ঘটনাস্থলে পি আই ও কে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত লোকজনের সাথে কথা বলে তালিকা তৈরী করা হবে।