ই-পেপার | বৃহস্পতিবার , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আমরা রিকশা চালাই, আমাদেরও আত্মসম্মানবোধ আছে: বাঁশখালীতে শ্রমিক দিবসে বক্তারা

শিব্বির আহমদ রানা,বাঁশখালী:

বাঁশখালী উপজেলা রিকশা চালক শ্রমিক কল্যাণ ইউনিয়নের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার সকালে সংগঠনের সভাপতি ফৌজুল আজিমের সভাপতিত্বে ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঁশখালী উপজেলার সাধারণ সম্পাদক মো. ওমর হায়াত এর পরিচালনায় শীলকূপ টাইমবাজারস্থ জাফর কনভেনশন হলরুমে র‌্যালী পরবর্তি আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি রফিক বসরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন সিকদার, ফেডারেশনের বাঁশখালী উপজেলার সভাপতি মাওলানা জুবায়ের আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাঁশখালী উপজেলা রিকশা চালক শ্রমিক কল্যাণ ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজী ইমরানুল হক, উপজেলা শ্রমিক কল্যাণের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম, উপজেলা দর্জি সেক্টরের সভাপতি আবুল কাশেম সোহাগ, শীলকূপ ইউনিয়ন শ্রমিক কল্যাণের সভাপতি মো. রেজাউল করিম, চাম্বলের সাধারণ সম্পাদক সাইদি, ছনুয়ার সভাপতি মো. হোসাইন সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় উপজেলার দুই শতাধিক রিকশা শ্রমিক উপস্থিত ছিলেন।

শ্রমিক নেতারা তাদের বক্তব্যে বলেন- আমরা রিকশা শ্রমিক। চব্বিশ ঘন্টা আমরা জনগণের পাশে থাকি। আমাদের সাথে অনেকেই নুন্যতম ভাল আচরণ করেন না। ভাড়া কম দিতে চায়। কথায় কথায় তুচ্ছতাচ্ছিল্য সহ মারধর করে বসেন অনেকেই। আমরাও এ সমাজের মানুষ। আমরা পরিশ্রম করি, আমরা আত্মসম্মান নিয়ে বসবাস করতে চাই। অন্তত আমাদের কে সুন্দর ব্যবহারটুকু দিয়েন।