ই-পেপার | শুক্রবার , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আগামী৩ -৪ মে ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাব জেলা ৩১৫-বি৪ এর ২৭তম বার্ষিক কনভেনশন

চট্টগ্রাম ব্যুরো:

লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর ২৭তম বার্ষিক কনভেনশন আগামী ৩ ও ৪ মে চট্টগ্রাম নগরীর নেভী কনভেনশনের অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে নগরীর জাকির হোসেন সড়কের সিএলএফ কমপ্লেক্সের হালিমা রোকেয়া হলে আয়োজিত সংবাদ সম্মেললেন বিস্তারিত তুলে ধরেন লায়ন জেলা গভর্নর এমডি এম মহিউদ্দিন চৌধুরী।

 

ক্লাবের প্রেস কনফারেন্স কমিটির সদস্য সচিব লায়ন হাসান আকবরের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শাহেদুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রথম জেলা গভর্নর লায়ন কহিনুর কামাল এবং লায়ন মির্জা আকবর আলী।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লায়ন জেলা ৩১৫-বি৪ গভর্নর এমডি এম মহিউদ্দিন চৌধুরী বলেন,লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর ৯৭টি লায়ন্স ক্লাবের মাধ্য দুই হাজার সাতশ লায়ন সদস্য সেবামূলক কর্মকাণ্ডে নিয়োজিত থেকে দুস্থ মানুষে মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। লায়ন কার্যক্রমকে সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে একটি স্বতন্ত্র লিও জেলা কাজ করছে। লিও জেলায় দুই হাজারের অধিক লিও সদস্য ৪৯টি ক্লাবের মাধ্যমে সেবামুলক কাজে লায়নদের সহযোগিতা করছে।

 

লায়ন্সের বছর ব্যাপী নানান কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন,ওয়ান ক্লাব ওয়ান চাইল্ড উদ্যোগের মাধ্যমে ৩১টি ক্লাবে পৃষ্ঠপোষকতায় ৬৯ জন সুবিধা বঞ্চিত শিশুর মাধ্যমিক স্তর পর্যন্ত দায়িত্ব নেয়া হয়েছে। অন্ধত্ব নিবারণে বিভিন্ন ক্লাবের উদ্যোগে বিনামূল্যে আড়াই হাজারের বেশী ছানী অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।

 

লায়ন্স ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিষ্ঠিত আই ইনস্টিটিউট’এ ১০ জন শিক্ষার্থী ভর্তি হয়ে চক্ষু চিকিৎসায় নিজেদের দক্ষ হিসেবে গড়ে তুলছে। ধীরে ধীরে আই ইনস্টিটিউট একটি পূর্ণাঙ্গ চক্ষু বিজ্ঞানের অনন্য প্রতিষ্ঠানে পরিণত হবে এবং চট্টগ্রাম অঞ্চলের মানুষ এর উপকার ভোগ করবেন।

 

সংবাদ সম্মেলনে লায়ন দ্বিতীয় জেলা গভর্নর মসলেহ উদ্দিন অপু, প্রাক্তন জেলা গভর্নর লায়ন সিরাজুল হক আনসারী, লায়ন শাহ আলম বাবুল, লায়ন আবু বকর সিদ্দিক, লায়ন ইমতিয়াজ ইসলাম, লায়ন এস এম আশরাফুল আলম আরজু, লায়ন আবু হোসেন, লায়ন গাজী শহীদুল্লাহ, লায়ন দেবাশীষ দত্ত, লায়ন ওসমান গনি, লায়ন কামরুজ্জামান লিটন, লায়ন রাজিব সিনহাসহ অনেকেই উপস্থিত ছিলেন।