দেলওয়ার হোসাইন, পেকুয়া প্রতিনিধি;
কক্সবাজারের পেকুয়া উপজেলা প্রাশসনের আয়োজনে সর্বজনীন পেনশন স্কীম বিষয়ক অবহিতকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১১ টায় পেকুয়া উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অবহিকরণ সভায় সভাপতিত্বে করেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
সার্জনীন পেনশন স্কীম এর উপর মূল বক্তব্য উপস্থাপন করেন,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাশেল, ইউসিবিএল ব্যাংকের পেকুয়া শাখা ব্যবস্থাপক রফিকুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশন (ভূমি) নুর পেয়ারি বেগম,পেকুয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইলিয়াস,টইটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী।
বক্তারা বলেন,সর্বজনীন পেনশন স্কীম জনকল্যাণে ভূমিকা রাখবে,১৮ থেকে ৫০ বছর বয়সের সকল নাগরিক ৪ টি স্কীমের আওতায় এই সর্বজনীন পেনশন স্কীম সেবা নিতে পারেন,সরকার ওই নাগরিকদের একাউন্টে পেনশনের টাকা প্রদান করবে,এটি মানুষের ভবিষ্যৎ সুবিধা পেতে সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপজেলার সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।