ই-পেপার | রবিবার , ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পাবনায় চার দফা দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

মাসুদ রানা,পাবনা প্রতিনিধি:

বিদেশী বহুজাতিক কোম্পানীর ষড়যন্ত্র থেকে দেশের বিড়ি শিল্পকে বাঁচাতে এবং বিড়ির শুল্ক বৃদ্ধি প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পাবনা জেলা বিড়ি শ্রমিক ইউনিয়ন।

 

রবিবার (২১ এপ্রিল ) সকাল ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

 

মানববন্ধনে চার দফা দাবির মধ্যে শ্রমিকদের দাবি গুলো হলো- অবৈধ সংগঠনের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা, বিড়ির মূল্য ১৮ টাকা থেকে নূন্যতম ২ টাকা কমিয়ে ১৬ টাকা করা এবং নিম্নস্তরের সিগারেটের মূল্য ৪০ টাকা থেকে ৫০ টাকা বৃদ্ধি করা।

 

এসময় বক্তব্যদেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিনুদ্দিন জি এস সি, সাধারণ সম্পাদক, হারিক হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল গফুর,সাংগঠনিক সম্পাদক শামীম ইসলামসহ বিড়ি শ্রমিক নেতৃবৃন্দ।