নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:
কক্সবাজারের রামুতে উপজেলা মানবাধিকার কমিশনের আয়োজনে ঈদ পূর্ণমিলনী সভা সম্পন্ন হয়েছে।
রামু উপজেলা মানবাধিকার সভাপতি আলহাজ্ব হাফেজ আহমদের সভাপতিত্বে শনিবার ২০ এপ্রিল উপজেলা পরিষদ মিলনায়তনে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রামু উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আফসানা জেসমিন পপি, কক্সবাজার জেলা আইনজিবী সমিতির সাবেক সভাপতি ও রামু মানবাধিকার কমিশনের উপদেষ্টা এড. হোসাইন আহমদ আনসারী, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস সালা উদ্দিন, উখিয়া ডিগ্রি কলেজের অধ্যাপক, রামু প্রেসক্লাব সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সেলিম।
বক্তব্য রাখেন রামু মানবাধিকার কমিশন সহ সভাপতি ছৈয়দ আকবর, রামু খিজারী সরকারী আর্দশ উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক, মৌলভী বখতিয়ার আহমদ, সাংগঠনিক সম্পাদক ও বিআরডিবি চেয়ারম্যান নুরুল হক চৌধুরী, রামু প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদকা আব্দুল্লাহ আল মামুন, দি হাংগার প্রজেক্টের কো-অডিন্টের মোঃ আব্দুর রউফ, রামু কালীবাড়ি মন্দির পুরোহিত সজল কান্তি ব্যামন চৌধুরী, এনজিও প্রতিনিধি উজ্জ্বল বড়ুয়া, সমাজ গবেষক ঢাকা বিশ্ব বিদ্যালয় নির্মান পাল, রামু উপজেলা মানবাধিকার কমিশন সাধারণ সম্পাদক মোঃ সালমান শাহ আবির, রামু উপজেলা মানবাধিকার কমিশন সাবেক সাধারণ সম্পাদক মহিবুল্লাহ চৌধুরী জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম হিমেল, মাষ্টার জামাল হোছাইন, মানবাধিকার কমিশন নেতা মোকতার আহমদ, আতিক উদ্দিন, কচ্ছপিয়ার রেজাউল করিম ও সাধারণ সম্পাদক সালা উদ্দিন, ঈদগড় ইউনিয়ন’র মানবাধিকার কমিশন’র সভাপতি সাংবাদিক জাফর ইকবাল, সাবেক ছাত্র নেতা মনছুর আলম, খুনিরাপালং ইউনিয়ন মানবাধিকার কমিশনের সভাপতি সুলতান আহমদ ও মন্জুর আলম, রশিদ নগর ইউনিয়ন মানবাধিকার কমিশন সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।