ই-পেপার | মঙ্গলবার , ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চা বানাবেন সাদাত হোসাইন!

বিনোদন ডেস্ক:

দেশের জনপ্রিয় লেখক সাদাত হোসাইন লেখালেখির পাশাপাশি নির্মাতা হিসেবে নাম লিখিয়েছেন বেশ কয়েক বছর আগেই। ইতিমধ্যেই তার পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘গহীনের গান’ এবং স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘রৌদ্রময়ী’ বেশ প্রশংসিত হয়েছে। এবার স্পেশাল চা রেসিপি নিয়ে টেলিভিশনের পর্দায় হাজির হবেন সাদাত।

 

একটি বেসরকারি টিভি অনুষ্ঠানে আমন্ত্রীত অতিথী হিসেবে উপস্থিত থাকছেন সাদাত হোসাইন। এই অনুষ্ঠানেই স্পেশাল রেসিপিতে চা বানাবেন তিনি।

 

সোমবার (১ এপিল) ফেসবুকের অফিশিয়াল পেজে বেশকয়েকটি ছবি পোস্ট করেন সাদাত। ওই ছবির ক্যাপশনে সাদাত হোসাইন লিখেছেন, ‘এই ঈদে দীপ্ত টিভিতে আসছে ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত বিশেষ ঈদ আয়োজন ‘স্মৃতিতে ঈদ’… স্পেশাল চা রেসিপি বাই সাদাত হোসাইন’।

 

হলুদ টি শার্টে প্রিয় লেখক এবং নির্মাতার চা বানানোর এসব ছবি দেখে নানা ইতিবাচক কমেন্টসে ভরিয়ে দিয়েছেন ভক্তরা।