ই-পেপার | শুক্রবার , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ইউপি নির্বাচনের মনোনয়নপত্র বাছাই,গ্রহণ বা বাতিল আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থীর আইনি প্রতিকার

মোবারক হোসাইন সাঈদ :

সাধারণত প্রার্থী, প্রস্তাবকারী, সমর্থনকারী ও প্রার্থীর ক্ষমতাপ্রাপ্ত অন্য কোন ব্যক্তি রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বাছাইয়ের সময় উপস্থিত থাকিতে পারিবেন এবং রিটার্নিং অফিসার ও যুক্তিসংগত সুযোগ প্রদান করিবেন। অধিকন্তু রিটার্ণিং কর্মকর্তা প্রার্থী, প্রস্তাবকারী ও সমর্থনকারী ব্যক্তিবর্গের উপস্থিত সম্মুখে মনোনয়নপত্র পরীক্ষা করিবেন এবং উক্তরূপ কোন ব্যক্তি কর্তৃক কোন মনোনয়নের ক্ষেত্রে উত্থাপিত আপত্তি নিস্পত্তি করিবেন। নিন্মে বর্ণিত হেতুতে রিটানিং কর্মকর্তা মনোনয়নপত্র বাতিল করিতে পারিবেন। প্রস্তাবকারী ও সমর্থনকারী মনোনয়নপত্রে স্বাক্ষর করিবার যোগ্য না হইলে, কোন ভোটার প্রস্তাবকারী হিসাবে অথবা সমর্থনকারী হিসাবে চেয়ারম্যান অথবা সংরক্ষিত আসনের সদস্য বা সাধারণ আসনের সদস্য পদে নির্বাচনের উদ্দেশ্যে সংশ্লিষ্ট পদের একটির অধিক মনোনয়নপত্রে তাহার নাম ব্যবহার করিলে বা স্বাক্ষর করিলে, চেয়ারম্যান পদে নির্বাচনের ক্ষেত্রে জামানত হিসাবে ৫ (পাঁচ) হাজার টাকা অথবা সংরক্ষিত সদস্য বা সাধারণ আসনের সদস্য নির্বাচনের ক্ষেত্রে ১ (এক) হাজার টাকা ট্রেজারী চালান,পে-অর্ডার বা ব্যাংক ড্রাফ্টের মাধ্যমে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের অনুকুলে জমা প্রদানে ব্যর্থ হইলে, প্রস্তাবকারী বা সমর্থনকারীর স্বাক্ষর সঠিক না হইলে।

 

তবে শর্ত থাকে যে, রিটার্নিং অফিসার গুরুতর নহে এরূপ কোন ত্রুটির কারণে কোন মনোনয়নপত্র বাতিল কারিবেন না এবং অনুরূপ ত্রুটির সংশোধন করিবার জন্য সুযোগ প্রদান করিতে পারিবেন। রিটার্নিং অফিসার প্রতিটি মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল করিয়া তাহার সিদ্ধান্ত প্রত্যাখান করিবেন এবং বাতিলের ক্ষেত্রে উহার কারণ সম্পর্কে একটি সংক্ষিপ্ত বর্ণনা লিপিবদ্ধ করিবেন। রিটানিং কর্মকর্তার মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থীর আইনি করণীয়তা?

 

মনোনয়ন পত্র বাছাইয়ের দিন রিটানিং কর্মকর্তা কর্তৃক কোন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হইলে উক্ত প্রার্থী মনোনয়নপত্র বাছাইয়ের নির্ধারিত তারিখের পরবর্তী ০৩(তিন) দিনের মধ্যে উক্ত বাতিল আদেশের বিরুদ্ধে সংশ্লিষ্ট সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বা জেলা নির্বাচন কর্মকর্তার নিকট আপীল করিতে পারিবেন। কোন প্রার্থী বা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কোন কর্মকর্তা মনোনয়নপত্র গ্রহণ সম্পর্কে প্রদত্ত রিটানিং অফিসারের আদেশে সংক্ষুব্ধ হইলে উক্ত প্রার্থী বা কর্মকর্তা মনোনয়নপত্র বাছাইয়ের নির্ধারিত তারিখের পরবর্তী ০৩(তিন) দিনের মধ্যে সংশ্লিষ্ট সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বা জেলা নির্বাচন কর্মকর্তার নিকট আপীল করিতে পারিবেন। মনোনয়নপত্র গ্রহণ বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিল সরাসরি অথবা যেরূপ প্রয়োজনীয় বলিয়া বিবেচিত হইবে সেরূপ সংক্ষিপ্ত তদন্তের পর আপীল দায়েরের নির্ধারিত তারিখের পরবতী ০৩(তিন) দিনের মধ্যে নিস্পত্তি করিতে হইবে এবং অনুরূপ আপীলের ক্ষেত্রে আপীলকারী কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত চুড়ান্ত হইবে।

 

লেখক ও আইনি বিশ্লেষক-মোবারক হোসাইন সাঈদ, এডভোকেট, জেলা ও দায়রা জজ আদালত, কক্সবাজার এবং সিইও-‘ল’ পয়েন্ট।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট