ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

ফুলপুরে বর্নাঢ্য আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মাসুদ রানা,ফুলপুর প্রতিনিধি:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ফুলপুরের আয়োজনে ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যামে দিবসের শুভ সূচনা হয়, ফুলপুর কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।সরকারী বেসরকারী ভবনসহ সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৮ টায় ফুলপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন,সালাম গ্রহণ, সম্মিলিত কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করে বিভিন্ন প্রতিষ্ঠান।

 

বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শহিদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো ও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, ভাইস-চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাবিবুর রহমান,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মনিরুল হক টিটু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হুমায়ূন কবির,সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান,কৃষি অফিসার কামরুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কুমার কর্মকার,ফুলপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান, জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা, সাংবাদিক,শিক্ষক, বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ও ফুলপুর উপজেলা বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।