ই-পেপার | রবিবার , ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজনগরের মুন্সিবাজারে ভোক্তার অভিযানে ২টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা

সালেহ আহমদ (স’লিপক):

 

নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী ন্যায্য দামে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশ ফোর্সের সহযোগিতায় উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ২টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

মঙ্গলবার (১৯ মার্চ) মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার সহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য, ফল ও সবজির ব্যবসায়ী প্রতিষ্ঠানে সচেতনতামূলক ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।

 

জানা যায়, আজকের তদারকি অভিযানে খাদ্য পণ্যের সাথে নিষিদ্ধ ঘোষিত রং মিশ্রণ করা, প্যাকেটজাত পণ্যের গাঁয়ে উৎপাদন, মেয়াদ উত্তীর্ণে তারিখ ও মূল্য লেখা না থাকা সহ বিভিন্ন অনিয়মের দায়ে মুন্সিবাজারের ফুড গার্ডেনকে ১৫ হাজার টাকা এবং পারভেজ স্টোরকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।