ই-পেপার | শুক্রবার , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিবিরের কব্জায় সরকারি সম্পত্তি, উদ্ধার করল জেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের চকবাজার থানা এলাকায় প্রায় সাড়ে ১০ শতক সরকারি সম্পত্তি উদ্ধার করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৫ জুন) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন। উদ্ধার হওয়া সম্পত্তির মূল্য প্রায় ৩ কোটি টাকা।

জেলা প্রশাসন জানায়, চকবাজার থানার ইমামগঞ্জ মৌজার বিএস ৯ শতক জায়গা আজিজুর রহমান ইসলামিক স্টুডেন্টস রিসার্চ ইনস্টিটিউটকে লিজ দেওয়া হয়েছিল। কিন্তু লিজগ্রহীতা শর্তভঙ্গ করে সেখানে ‘প্রবাহ কোচিং সেন্টার’ নামে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তুলে। এটি মূলত ছাত্রশিবিরের দ্বারা পরিচালিত হতো। কোচিংয়ের পাশাপাশি সেখানে রিসার্চ ইনস্টিটিউটের নামে আসবাবপত্রের দোকান পরিচালিত হয়ে আসছিল। ইতিপূর্বে শর্তভঙ্গের দায়ে ভিপি লিজ বাতিল করা হয়েছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম সিএনএন বাংলা২৪কে বলেন, অর্পিত (ভিপি) সম্পত্তি অবৈধভাবে দখলে রেখে প্রবাহ কোচিং সেন্টার প্রায় ৮ বছরের বেশি সময় ধরে এখানে ব্যবসা পরিচালনা করে আসছিল। অভিযানের পর কোচিং সেন্টারের সকল মালামাল অপসারণ করা হয়েছে। প্রায় ২৫০টি টেবিল-বেঞ্চ, ৮টি এসি, ২টি ফ্রিজ, আলমিরাসহ কোচিং সেন্টারের মালামাল প্রবাহ কোচিং সেন্টারের হিসাব কর্মকর্তা আনোয়ার হোসাইনকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪: