ই-পেপার | শুক্রবার , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কর্মক্ষেত্রে নারীর অধিকার নিশ্চিত হয়েছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই কর্মক্ষেত্রে নারীর অধিকার নিশ্চিত হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত আসনে আবেদনকারী নারী নেতাদের সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

 

প্রধানমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকার নারীদের কর্মসংস্থান ও ক্ষমতায়নে ব্যাপক সুযোগ করে দিয়েছে। সংরক্ষিত আসনে এক হাজার ৫৫৩ জন মনোনয়নপ্রত্যাশীর—সবাই যোগ্য। তার মধ্যে ৪৮ জনকে বাছাই করা কঠিন কাজ। কাউকে অবহেলা করে নয়, সবাইকে নিয়ে দেশ গড়তে হবে।

 

‘আগামীতে স্মার্ট সমাজ গড়ে তোলা হবে’ জানিয়ে তিনি বলেন, শুধু নিজে কী পেলাম তা কিন্তু নয়, মানুষের প্রতি সহনশীল হতে হবে। জনগণের সেবা করতে হবে। দেশের জনগণ কোনো ক্ষেত্রেই আর পিছিয়ে থাকবে না।

প্রধানমন্ত্রী আরও বলেন, নমিনেশন না পেলেও নেতৃত্ব দেওয়ার আকাঙ্ক্ষা যেন হারিয়ে না যায়। কারণ মানুষের জন্য কাজ চালিয়ে যেতে হবে। ভবিষ্যতে যেন নারীরা সরাসরি ভোটে অংশ নিতে পারে—সে ব্যবস্থা নিতে হবে।