ই-পেপার | সোমবার , ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পিএমএল-এন-এর প্রস্তাব নিয়ে আজ বৈঠক করবে পিপিপি

আন্তর্জাতিক ডেস্ক

 

একজন ব্যক্তি বিলাওয়াল ভুট্টো এবং তার বোন আসিফা ভুট্টোর ছবিসহ বিলবোর্ডের পাশে হাঁটছেন, ছবিটি পাকিস্তানের নির্বাচনের পরের দিন তোলা। ছবি: রয়টার্স।

 

মিত্রদের সরকার গঠনের জন্য আনুষ্ঠানিকভাবে পরামর্শ শুরু করেছে পিএমএল-এন এবং পিপিপি। তাই সরকার গঠন নিয়ে ইসলামাবাদে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির একটি নিজস্ব বৈঠকে বসবে পিপিপি। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম ডন।

 

অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে ডন জানায়, যদি পিপিপিসহ মিত্ররা প্রধানমন্ত্রীর পদ পিএমএল-এনের জন্য ছেড়ে দিতে রাজি হয়, তাহলে দেশের প্রেসিডেন্ট ও পার্লামেন্টের স্পিকারের পদ পিপিপিকে দেওয়া হতে পারে।

 

একইভাবে ডেপুটি স্পিকারের পদ দেওয়া হতে পারে মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তানকে (এমকিউএম-পি)। কিংবা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে জিতে আসা কোনো প্রভাবশালী প্রার্থী জোট সরকারে এলে, তাকেও ডেপুটি স্পিকার করা হতে পারে।

 

এদিকে, রবিবার সন্ধ্যায় লাহোরে নওয়াজ শরিফ এবং পিএমএল-কিউ সভাপতি চৌধুরী সুজাতের মধ্যে পৃথকভাবে বৈঠক হওয়ার কথা ছিল। তবে তা আজ স্থগিত করা হয়েছে।