নিজস্ব প্রতিবেদক:
সরকার পতনে আবারও কর্মসূচি নিয়ে বিএনপি মাঠে আসছে বলে জানিয়েছেন দলটির চেয়ারপার্রসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক। তিনি বলেন, জনগণ আমাদের সঙ্গে আছে। বাংলাদেশে আবার কর্মসূচি আসবে। আবারও এই স্বৈরাচার, এই একদলীয় সরকার পতনের আন্দোলনে বিএনপি আবার মাঠে নামবে। অক্ষরে অক্ষরে সবকিছুর হিসাব নেওয়া হবে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘স্বাধীনতা অধিকার আন্দোলন’র আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
জয়নুল আবদীন ফারুক বলেন, বাংলাদেশের কোনো মানুষ বিশ্বাস করে না- প্রধান বিচারপতির বাসভবনে মির্জা ফখরুলের মতো একজন সজ্জন ব্যক্তি ঢিল মারতে পারে গেটে, বাড়ি মারতে পারে লাঠি দিয়ে। এই সরকারের রাজনৈতিক প্রতিহিংসা, ক্রোধ…এ সরকারকে আর মেনে নেওয়া যায় না। এই সরকার মানুষের সেবা করতে জানে না। এই সরকার জানে শুধু লুণ্ঠন করতে, টাকা চুরি করতে, ব্যাংক লুট করতে, শেয়ারবাজার লুট করতে।
আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, দাপটে কথা বলেন, লজ্জা হয় না? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করো, আর ভেতরে সিন্ডিকেট তৈরি করেন। যে সিন্ডিকেটের টাকায় আপনাদেরও শেয়ার আছে।