এস.এম.জয়,বগুড়া
রোববার দিবাগত রাত ১ টার দিকে শিবগঞ্জের লস্করপুর এলাকার বগুড়া-রংপুর মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ওই দুইজন হলো- লালমনিরহাটের পাটগ্রাম থানার জামগ্রাম এলাকার মৃত মসলেম উদ্দিনের ছেলে আবু শহিদ (৪৫) ও একই থানার নবীনগর এলাকার মৃত হাফিজার রহমানের ছেলে রেজাউল ইসলাম (৩২)।
সোমবার র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় লালমনিরহাট থেকে ময়মনসিংহগামী একটি ট্রাকে করে মাদকদ্রব্য পরিবহন করা হচ্ছে। তখন র্যাব-১২ এর একটি টিম বগুড়ার শিবগঞ্জ উপজেলার লস্করপুর এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করে। তল্লাশিকালে ২৪২ বোতল ফেন্সিডিলসহ ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এসময় ট্রাকটি জব্দ করে র্যাব এবং তাদের কাছ থেকে ২ টি মোবাইল ফোন ও ২ টি সীমকার্ড উদ্ধার করা হয়।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামিদের শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।