ই-পেপার | শুক্রবার , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ডিজেল তৈরির কারখানায় ড্রাম বিস্ফোরণে আহত ২, নিহত ১

মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ:
ময়মনসিংহের ভালুকায় ডিজেল তৈরির কারখানায় ড্রাম বিস্ফোরণে এক জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ভায়াবহ গ্রামে এ ঘটনা ঘটে।
ময়মনসিংহের ভালুকা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সিরাজুল ইসলাম জাগো নিউজকে বলেন, ভায়াবহ গ্রামের ওই কারখানায় প্লাস্টিক পুড়িয়ে প্রক্রিয়াজাতকরণ করে ডিজেল তৈরি করা হতো। কারখানার ডিজেল রাখার একটি ড্রাম বিস্ফোরণে আগুন ধরে যায়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে ময়মনসিংহের ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ কামাল আকন্দ বলেন, বিস্ফোরণের ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত দুইজনের একজন ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপরজনকে ঢাকায় পাঠানো হয়েছে। নিহত বা আহতদের নাম ঠিকানা এখনো জানা যায়নি।