নিজস্ব প্রতিবেদক, ঢাকা :
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আগুনে পুড়েছে ৪ বসতঘর। মঙ্গলবার (২ জানুয়ারি) দিনগত রাত সোয়া ১টার দিকে রাঙ্গুনিয়া পৌরসভার দক্ষিণ নোয়াগাঁও গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ৩টা ২০ মিনিটে আগুন নির্বাপন করে।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. কামরুজ্জামান জাগো নিউজকে বলেন, প্রায় ১ ঘন্টা ৫০ মিনিটের চেষ্টায় আগুন নির্বাপন করা হয়। আগুনে ৪টি কাঁচা ও সেমিপাকা ঘর পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।