ই-পেপার | রবিবার , ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফেনীতে বিএনপি-জামায়াতের ৪৮ নেতাকর্মী গ্রেপ্তার

মোঃ আঃ রহিম জয় চৌধুরী, ফেনী :

ফেনীতে বিএনপি-জামায়াতের হরতালে নাশকতা ও ভাংচুরের অভিযোগে জেলার ৫ থানায় ৮টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় সোমবার সকাল পর্যন্ত ৪৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।পুলিশ সুপার জাকির হাসান জানান, ফেনীতে হরতালে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ও নাশকতার অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। ওই মামলায় এজাহারনামীয় ১৬ জনকে ও অজ্ঞাত বিপুল সংখ্যককে আসামি করা হয়েছে। এদের মধ্যে ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া আরও তিনটি মামলা দায়ের করা হয়েছে।এ ছাড়া দাগনভূঞায় পুলিশ বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা বিপুলসংখ্যক লোককে আসামি করে মামলা দায়ের করেছে। ওই মামলায় এজাহারনামীয় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোনাগাজী মডেল থানার পুলিশের দায়ের করা মামলায় ১৬ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। ওই মামলায় ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

এছাড়া ছাগলনাইয়া থানার পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। মামলায় এজাহারনামীম ১১ জনকে ও অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়েছে। ওই মামলায় এজাহারনামীয় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া ফুলগাজীতেও নাশকতার একটি মামলা দায়ের করা হয়েছে।এদিকে আজ থেকে ৩ দিনের অবরোধে বিএনপি-জামায়াতের নাশকতা ঠেকাতে পুলিশ মাঠে তৎপর রয়েছে বলেও জানান পুলিশ সুপার জাকির হাসান।

সিএনএনবাংলা২৪