নিজস্ব প্রতিবেদক, টেকনাফ, কক্সবাজার ;
কক্সবাজার টেকনাফের নাজির পাড়া সীমান্তে অভিযান চালিয়ে দেড় লাখ ইয়াবা ফেলে পালিয়েছে পাচারকারীরা। এসময় ঘটনাস্থল থেকে একটি কাঠের নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ইয়াবার প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি ।
শনিবার (১৪ অক্টোবর) গভীর রাতে সীমান্ত এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে। টেকনাফ-২ বিজিবি জানান, নাজিরপাড়া সীমান্ত এলাকা দিয়ে মাদকের একটি চালান আসছে; এমন তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার গভীর রাতে কেওড়া বাগানে অবস্থান নেয়। এমন সময় তিন ব্যক্তি একটি কাঠের নৌকা নিয়ে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে আসার সময় বিজিব তাদের চ্যালেঞ্জ করে।
বিজিবির অবস্থান বুঝতে পেরে তারা নাফ নদীতে লাফ দিয়ে কেওড়া বনের ভেতর পালিয়ে যায়। পরে নৌকার পাটাতনের নীচ থেকে দেড় লাখ ইয়াবা উদ্ধার করা হয়। পাচারকারীদের ধরতে বিজিবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।