ই-পেপার | শনিবার , ২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম শোহাব

নিজস্ব প্রতিনিধি :

 

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারের চকরিয়া উপজেলা শাখা আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে মোহাম্মদ শোহাব। এসময় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কুরআনের পাখিদের জন্য চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলমের ব্যক্তিগত তহবিল থেকে ১ লাখ টাকা শিক্ষাবৃত্তিও প্রদান করা হয়।

 

শনিবার অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন চকরিয়া উপজেলার খুটাখালীর একমাত্র প্রাইভেট হেফজ মাদ্রাসা মা’হাদ নূর আল আবরার হেফজ মাদ্রাসা’র মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ সোহাব।

 

জানা গেছে, দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে সুচারুরূপে পরিচালিত মা’হাদ নূর আল আবরার হেফজ মাদরাসা প্রতিষ্ঠালগ্ন থেকে সফলতার স্বাক্ষর রেখে আসছে। এ হেফজ মাদরাসার ছাত্র মোহাম্মদ শোহাব হুফফাজুল কোরআন ফাউন্ডেশন আয়োজিত দেশব্যাপি জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা উপজেলা পর্যায়ের বাছাই পর্বে শতাধিক প্রতিযোগীদের পেছনে ফেলে কাঙ্ক্ষিত বিজয়ের মুকুট ছিনিয়ে নিয়ে প্রথম স্থান অধিকার করে জেলা বাছাই পর্বে ইয়েস কার্ড লাভ করেছে।

 

এসময় উপস্থিত বিচারকমন্ডলী ও অতিথিরা উপজেলা পর্যায়ে মোহাম্মদ সোহাব প্রথম স্থান অর্জন করায় নগদ অর্থ, সনদ, হিফজুল কোরআন লোগো সংবলিত একটি স্মারক পুরস্কার তুলে দেন।

 

সুত্র জানায়, মা’হাদ নূ্র আল আবরার হেফজ মাদরাসা থেকে ৫ জন প্রতিযোগী এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তন্মধ্য মোহাম্মদ শোহাব প্রথম স্থান এবং অপর ৪ জন ৮০ ঊর্ধ্বে নাম্বার পেয়ে (ক) গ্রুপে উত্তীর্ণ হয়ে সনদ লাভ করেছে।

 

জানতে চাইলে মা’হাদ নূ্র আল আবরার হেফজ মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা রফিকুল ইসলাম বলেন, চারিদিকে কুরআন পয়গাম ছড়িয়ে দেয়ার প্রয়াস নিয়ে প্রতিষ্ঠিত মা’হাদ নূর আল আবরার প্রাইভেট হেফজ মাদ্রাসার ছাত্রদের ঈর্ষনীয় সাফল্যে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। পাশাপাশি হেফজ মাদরাসার সমৃদ্ধি, উত্তরোত্তর সফলতার জন্য অভিভাবক, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ীদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪