ই-পেপার | শুক্রবার , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে বর্জ্যব্যবস্থাপনা নিয়ে সংবাদ সম্মেলন

আব্দুল বাছিত খান, মৌলভীবাজার :

 

ডেমোক্রেসি ইন্টারন্যশানালের ৪ জন ফেলো মোহাম্মদ জাকারিয়া, সাবেক সভাপতি, মৌলভীবাজার জেলা ছাত্রলীগ, এডভোকেট নিয়ামুল হক, দপ্তর সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, মৌলভীবাজার জেলা, উম্মে সালমা হক, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকলীগ, ওয়াজিউল মেহেদী, আহবায়ক, জাতীয় ছাত্র সমাজ, মৌলভীবাজার জেলা, এক মঞ্চে বসে সংবাদ সম্মেলন করলেন।

 

মৌলভীবাজার শহরের স্থানীয় সমস্যা চিহ্নিতকরণের অংশ হিসেবে ৮ অক্টোবর  শহরের মৌলভীবাজার শহরের রেস্ট ইন হোটেলে জেলার বর্জ্য ব্যবস্থাপনা এবং উন্মুক্ত স্থানের বর্জ্য অপসারনের দাবিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

ইউএসএআইডি-র আর্থিক সহায়তায় আন্তর্জাতিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল দীর্ঘদিন যাবত ‘স্ট্রেনদেনিং পলেটিক্যাল ল্যান্ড স্কেপ ইন বাংলাদেশ’ নামক একটি প্রকল্পের আওতায় এই সংবাদ সম্মেলনে ডিআই ফেলোশিপ ২৩ম ব্যাচের চলমান বহুদলীয় উদ্যোগে জেলার বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ফেলোদের গৃহিত উদ্যোগ সম্বন্ধে উপস্থিত সলকে অবহিত করা হয়।

 

সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন স্তরের সাংবাদিক, রাজনীতিবিদ এবং অন্যান্য পেশার সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মেয়র মোঃ ফজলুর রহমান  যিনি পৌরসভা কার্যালয়ে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করবেন বলে আশ্বস্ত করেন।

 

জানা যায়, মৌলভীবাজার শহরের সিকান্দার আলী সড়ক একটি আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ স্থান। এই সড়কের আশেপাশের অনেক বাসা ও মার্কেট থাকায় স্থানটি খুবই গুরুত্বপূর্ণ। স্থানটিতে নিয়মিত বর্জ্য ফেলার কারণে এবং তা স্থায়ীভাবে সমাধান না হওয়ার ফলে স্থানীয় জনসাধারণ ও এই সড়ক ব্যবহারকারীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

 

এর আগে ডিআইএ’র ২৩ তম ব্যাচের তরুণ রাজনৈতিক ফেলোগণ পরিকল্পিত ও বর্জ্যমুক্ত আধুনিক শহর ব্যবস্থাপনা বাস্তবায়নে মৌলভীবাজার শহরে জনগণকে সচেতনতার পাশাপাশি গণস্বাক্ষর গ্রহন কার্যক্রম পরিচালনা করে। সেই সাথে গত ৩ সেপ্টেম্বর মৌলভীবাজার পৌরসভার মেয়র বরাবর সিকান্দার আলী সড়কের পাশে বর্জ্য অপসারন ও তা স্থায়ীভাবে সমাধানের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।

 

সভায় বলা হয়, মৌলভীবাজার শহরের সিকান্দার আলী সড়কসহ শহরের বিভিন্নস্থানে সড়কের পাশের বর্জ্য নিরসনের স্থায়ী সমাধান ও জনসাধারনের মধ্যে যত্রতত্র বর্জ্য না ফেলার জন্য সচেতনতা বৃদ্ধির দাবিতে আজকের এই সংবাদ সম্মেলন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪