ই-পেপার | শুক্রবার , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রামুর ঈদগড়ে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র ও বিপুল গোলাবারুদ উদ্ধার

সেলিম উদ্দীন, ঈদগাঁও:

কক্সবাজারের রামু উপজেলার পাহাড়ি জনপদ ঈদগড়। এই পাহাড়ে আছে অস্ত্রের কারখানা, যেখানে তৈরী হয় দেশীয় অস্ত্র। বৃহস্পতিবার গভীর রাতে এই পাহাড়ে অভিযান চালিয়ে অস্ত্র তৈরীর কারখানার সন্ধান পায় র‍্যাব। কারখানা থেকে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ একজনকে আটক করা হয়।

 

র‌্যাব জানায়, ঈদগড় ইউনিয়নের তেলখোলাস্থ পানিস্যা এলাকার কালুর বাড়ীর পেছনে দুর্গম পাহাড়ে অভিযান পরিচালনা করে অস্থায়ী তাঁবু টাঙানো একটি স্থানে অস্ত্র তৈরীর কারখানার সন্ধান পায় তারা।

র‌্যাবের অভিযান টের পেয়ে চক্রের সদস্যরা পালিয়ে গেলেও অস্ত্র তৈরীর কারিগর আনোয়ারকে আটক করা হয়।

 

এসময় ১টি দেশীয় তৈরী বন্দুক, ১টি দেশীয় তৈরী একনলা শিসা বন্দুক, ১০ রাউন্ড এমজি’র গুলি, ৫০ রাউন্ড এসএমজি’র গুলি, ৮ রাউন্ড গুলির খালি কার্তুজ, ১৫টি শিসা, ১টি ছেনি, ১টি হাতুড়ি, ১টি বাইশ, ২টি রেত, ১টি প্লাস, ৫টি সুপার গ্লু গাম, ৫০ গ্রাম বারুদ এবং ১৫০টি বিয়ারিং বল উদ্ধার করা হয়।

 

আটককৃত অস্ত্র কারিগর কক্সবাজার সদরের খুরুলিয়ার মুছা আলীর ছেলে আনোয়ার হোসেন।র‍্যাব আরো জানায়, তাদের তৈরীকৃত অস্ত্র ও গোলাবারুদ কক্সবাজার শহর ও রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের এলাকায় অবৈধভাবে বিভিন্ন দুষ্কৃতিকারীদের নিকট বিক্রয় ও সরবারাহ করে।

 

অস্ত্র তৈরীর কারিগর আনোয়ারের দেয়া তথ্যের ভিত্তিতে অন্যান্য আসামীদের গ্রেফতারে পাহাড়ে অভিযান অব্যাহত আছে বলে জানায় র‍্যাব।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪