ই-পেপার | শুক্রবার , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নাইন ইলেভেনের মতো ঘটনা আর ঘটবে না, প্রত্যাশা মোমেনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

নাইন ইলেভেনের ম‌তো ঘটনা আর ঘট‌বে না- এমন প্রত্যাশা করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আমি দুঃখের সঙ্গে ৯/১১ টুইন টাওয়ার ধ্বংসযজ্ঞের কথা স্মরণ করছি। যে ঘটনায় ২ হাজার ৯৮৮ জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিল। যার মধ্যে ৬ বাংলা‌দে‌শি ছি‌লেন, এ‌দের তিনজন আমার নিজের জেলা সিলেটের।’

 

মঙ্গলবার টুইন টাওয়ার ধ্বংসযজ্ঞ নি‌য়ে দেওয়া এক বিবৃ‌তি‌তে এমনটাই স্মৃ‌তিচারণ ক‌রেন পররাষ্ট্রমন্ত্রী।

বিবৃ‌তিতে মোমেন বলেন, আমরা সন্তুষ্ট যে, মার্কিন নেতৃত্বের সঙ্গে আমাদের সাম্প্রতিক আলোচনা খুব উৎসাহজনক। সন্ত্রাস নির্মূলে অনেক পদক্ষেপ নিয়েছে তারা। বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স নীতির কারণে বাংলাদেশে কোনো সন্ত্রাসী হামলা, বোমা বিস্ফোরণ, গ্রেনেড হামলায় মৃত্যুর ম‌তো ভয়ের ঘটনা ঘটেনি।

 

পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, সন্ত্রাসবাদ দম‌নে সবাইকে একস‌ঙ্গে কাজ কর‌তে হ‌বে। কোনো অজুহাতে ২০০১ থে‌কে ২০০৬ সা‌লের ম‌তো সন্ত্রাসবাদ ও মৌলবাদের কুৎসিত চেহারা দেখ‌তে চায় না বাংলা‌দেশ।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪