ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

মহেশখালীতে অস্ত্রসহ এক ব্যক্তি গ্রেপ্তার

আবুল কাসেম, মহেশখালী

 

মহেশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার কুতুবজোম ইউনিয়ন থেকে হেলাল উদ্দিন (৫০) নামের এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে। হেলাল উদ্দিন কুতুবজুম ইউনিয়নের নয়াপাড়ার মৃত ফোরকান আহমদের পুত্র।

 

মহেশখালী থানার ওসি (তদন্ত) তাজউদ্দীন জানান, গোপনে সংবাদ পেয়ে মহেশখালী থানার পুলিশ টিম ২৬ আগষ্ট ভোরে কুতুবজোম ইউনিয়নের নয়াপাড়ার খতিরদিয়া নামক জায়গায় অভিযান চালিয়ে ঘোনার টংঘর হতে মোঃ হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করে। এসময় তার নিকট থেকে একটি দু’নলা বন্দুক উদ্ধার করা হয়।

ওসি (তদন্ত) আরো জানান, তার বিরুদ্ধে পূর্বের মাদকসহ একাধিক মামলা রয়েছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪