ই-পেপার | রবিবার , ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গুলশান মডেল স্কুল কেন্দ্রে ভোট দেবেন এ আরাফাত

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল (সোমবার) অনুষ্ঠিত হবে। এদিন গুলশান-২ নম্বরে অবস্থিত গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত। সকাল ১০ থেকে বেলা ১১টার মধ্যে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন তিনি।

মোহাম্মদ এ আরাফাতের মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক মাইকেল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্বাচন কমিশন (ইসি)। প্রচার-প্রচারণা শেষ করেছেন প্রার্থীরা। এখন অপেক্ষার পালা ভোট দেওয়ার। এ উপ-নির্বাচনে আগামীকাল (সোমবার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে রয়েছেন-আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির জিএম কাদেরপন্থি সিকদার আনিসুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন, গণতন্ত্রী পার্টির মো. কামরুল ইসলাম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আকতার হোসেন, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান ও আলোচিত-সমালোচিত ইউটিউবার মো. আশরাফুল হোসেন আলম (হিরো আলম)।

 

চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক গত ১৫ মে মৃত্যুবরণ করায় আসনটি শূন্য হয়।

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪