ই-পেপার | শুক্রবার , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঠাকুরগাঁও ডিসি অফিস ভাঙচুর, আসামি ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয় ভাঙচুরের ঘটনায় আসামি নাসির উদ্দীনের (২৫) তিনদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

রোববার (৮ জুলাই) নাসির উদ্দিনকে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস. রমেশ কুমার ডাগার আদালতে তোলা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হিরনময় চন্দ্র তার ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বিবরণে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৮টায় ওই যুবক ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলার অদম্য বাংলাদেশ কর্ণারসহ বিভিন্ন দপ্তরের জানালার কাঁচ ভেঙে ফেলে। তাকে ধরতে গিয়ে সদর থানার এসআই মামুনুর রশিদ ও জেলা প্রশাসক কার্যালয়ের নৈশপ্রহরী হরকান্ত বর্মন আহত হন।

এ ভাঙচুরের ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের নাজির রেজাউল হক প্রধান বাদী হয়ে গ্রেফতারকৃত নাসির উদ্দীন (২৫) কে আসামি করে এ মামলাটি দায়ের করেন।

ঘটনার পর পরই ঘটনাস্থলে আসেন জেলা প্রশাসক (ডিসি) মো. মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যাপস) মো. আসাদুজ্জামানসহ জেলা প্রশাসক ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যগণ। কয়েকটি গোয়েন্দা সংস্থা সিআইডি, পিবিআই, ডিবি পুলিশ ঘটনাস্থলে এসে বিভিন্ন আলামত ও তথ্য সংগ্রহ করেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪